সতর্কবাণী

লাল গোলাপের ঝলমলে বালব, নারী,
একটা ফুঁতেই নিভিয়ে দিতে পারি।
দিন-রজনীর চোখ-মারা রোড, রাগাও যদি
এক নিমেষে হ’য়ে যাবে
কুমীর বোঝাই গহিন নদী।
যদি আমি চটি,
ডিপের কাছে বুড়ো বট-ই
সবুজ শাড়ি ছুঁড়ে দিয়ে দেখাবে তার তোবড়ানো বুক
দেখবে তখন গাছ-গাছালির হাজার রকম অসুখ-বিসুখ।
সবগুলো রঙ এক চুমুকে খেতে পারি
এই ঘটনার প্রতিক্রিয়া ভাবতে পারো?
কালো-আলোর বোরকা-ঢাকা আদিম নারীর
চর্বি ও নুন অই তনুতে থাকবে আরো?
প্রণয়-গাঁথার বাজে পঙক্তির বিশ্রী জ্বালা
যতোবারই পড়তে যাবে হোঁচট খাবে।
হানবে আঘাত খড়ের মতো ঘরের বালা
তখন তোমরা এই আসাদকেই মারতে যাবে।
অথচ ও নারী,
এক ইশারায়
কাঠের ডগায়
ফুল ফোটাতে পারি।

এখানে আপনার মন্তব্য রেখে যান