কে তুমি রূপসী / জাহিদুল ইসলাম

কে হে তুমি
এমন করে মাথায়
আমার হাত বুলাচ্ছো
আমার মুখে-শরীরে
চুমু দিতে দিতে
বুকের ঘুমন্ত লোমগুলো
জাগিয়ে তুলেছো
কে হে তুমি,
রুপালী রুপসী মেয়ে।

সহস্র বছর আগে যে প্রিয়া আমার গিয়েছিল
নক্ষত্রের দেশে
ভালোবেসে
তুমি কি সে?
আবার ফিরে এসেছ
আষাঢ়ে মেঘের বেশে।

এখানে আপনার মন্তব্য রেখে যান