শুধু তারা কেমন মানুষ / সায়ীদ আবুবকর

পাথরকে ধাক্কা দিলে পাথরও তো নড়ে;
মরা বাঁশে ফুঁ দিলে হুহু করে কেঁদে ওঠে বাঁশও;
শুকনো পাতাও কি-আবেগে নেচে উঠে হলদে পাখির মতো ওড়াউড়ি করতে থাকে ঝড়ে;

শুধু তারা কেমন মানুষ, পাথরও না, উদ্ভিদও না, নয় পচা লাশও,
বুঝি কোনো মাটির ঢিবি অথবা
জ্যান্ত কোনো আদিম পাহাড়- শত ধাক্কাধাক্কিতেও নড়ে না চড়ে না, শুধু
লক্ষ কথা বুকে নিয়ে চিরতরে হয়ে গেছে বোবা।

এখানে আপনার মন্তব্য রেখে যান