ডাইনে-বামে / সাইফ আলি

3173950750_c70ed674901
image collected

তোমরা তো খুব ভালোই থাকো
লেপ মুড়িতে
মিষ্টি কথার ফুলঝুরিতে
যায়না টেকা, চিত্রকল্প ভালোই আঁকো।

আমার ওসব সইনা ধাতে
পাইনে হাতে
ইচ্ছে হলেই যখন যা তা
পাইনে ছাতা
বৃষ্টি হলেই
এমন তো নয়- ভিজবো বলেই।

অশিক্ষিত গাল দিলে দাও, সত্যি ওসব
পেটের ছুঁচো দিন-রাত্তির খেদিয়ে বেড়াই
তোমরা করো বিদ্যে প্রসব।

সকাল-সন্ধ্যা খুব কেটে যায় রাত্রী নামে
তোমরা তখন ফাইল বোঝায় স্বপ্ন রেখে আলমারিতে
লেপ মুড়ি দেও খুব আরামে;
আমরা তখন ভাবতে থাকি ডাইনে-বামে।

এখানে আপনার মন্তব্য রেখে যান