বলি বলি করি বলা হয় না তো
তবু কান পাতো
বাতাসের গায়;
দেখাই দেখাই দেখানো হয়না
চাঁদ ভেসে থাকে মেঘের পাড়ায়।
তুমি কি আমাকে এতো ভালোবাসো
পাখিদের মতো
ফুলেদের মতো
কিংবা আকাশে নীল দিগন্তে মুছে যাওয়া সব
ভুলেদের মতো!!
বন্ধ আমার জানালার সাথে
তোমার পিরিত কেমন করে ঘটলো বলো
চটলো শুধু একটু দূরেই দাড়িয়ে থাকা অন্যমানুষ।
এখানে আপনার মন্তব্য রেখে যান