ভুল ছিলো সব ? / আলি মেসবাহ

পড়ছে মনে ?
দিনগুলো সেই-
খুব সহজেই কাঁদতে এবং হাসতে তুমি
আর আমি এক উদাস কবি;
তোমার চোখে চেয়ে চেয়েই…
আর তুমি সেই হাটতে আমার আঙুল ধরে
পার্কে এবং রাস্তা-ঘাটে যখন তখন।

সাক্ষী ছিলো শেষ বিকেলের পড়ন্ত রোদ,
তোমার কালো হাত ঘড়িটা
এমন আরো অনেক কিছু- যা যা তুমি বাসতে ভালো
এবং আলো
এবং আঁধার
এই কবিতার সাক্ষী ছিলো।
পড়ছে মনে?

হয়তো তুমি- বলবে ওসব ভুলেই যেও
ভুল ছিলো সব।

ভুল ছিলো সব ?
এই যে আমার আঙুলগুলো
এবং তোমার ?

আচ্ছা না হয় ভুলেই যাবো…
কয়েকটা দিন লাগবে খারাপ, এইটুকু তো !
মানিয়ে নেবো।
এবং তোমার অপূর্ণতা- পূর্ণ হবে দীর্ঘশ্বাসে,
সবুজ ঘাসে মাথা রাখা আর হবে না।
নাইবা হলো- মানিয়ে নেবো।

সুখী হওয়ার কূট-কচালী আমার না হয় থাক অজানা
এবং তোমার সংজ্ঞা সুখের।
এইটুকু ফের বলতে যদি- ‘ভালোই আছো,
তোমার মনে খুব গোপনে ওসব স্মৃতি  ভিড় করে না
কাঁদায় না আর একটি বারও ।’
বলতে পারো ?

এখানে আপনার মন্তব্য রেখে যান