আমি যদি হতাম নদী
সাগর দেখে আসতাম
চাঁদ হলে ওই নীল আকাশে
হাসিমুখে ভাসতাম
মেঘ হলে যে খরার দেশে
ধানপাটে জল ঢালতাম
প্রদীপ হলে আঁধার ঘরের
কোণে আলো জ্বালতাম
যদি আমি শস্য হতাম
সোনা হয়ে ফলতাম
আগুন হলে অত্যাচারীর
শরীর জুড়ে জ্বলতাম
কিন্তু যদি ক্ষেপণাস্ত্র
হতেই আমি পারতাম
বিশ্বে যারা যুদ্ধ আনে
তাদের আগে মারতাম।