প্রলাপ

ঘর বাঁধি বাঁধি বিচেছি কুড়াই
সকাল-সন্ধ্যা-রাত,
চালাহীন ঘর চুলাভরা ছাই
তারাগুলো পোড়া ভাত।

ঘরে নেই খুটি তবু পাউরুটি
মেঘ ফুঁড়ে ওঠে চাঁদ,
রাতের আকাশ ভাত-তারাময়
তরকারি অবসাদ।

তৃষ্ণার পানি খুঁজে হয়রানি
কলস গিয়েছে চুরি;
তবু ও পাড়ার শ্যাম বালিকারে
ভেবে জাগে সুরসুরি।

ঘর বাঁধি বাঁধি সকাল দুপুর
কখনো সন্ধ্যা-রাত;
আহারে অভাগা খড়কুটো ধরে
ভাবে রমণীর হাত!

এখানে আপনার মন্তব্য রেখে যান