ওই যৌবনা চাঁদ
তার জোছনার সায়রে
সবাই কে ভাসিয়ে আনন্দ পায়
ডোবাতে চায় না
উপমায় ভুল ছিল
ভুলতো হবেই
তখন বয়স যে সতের
পাঠশালা থেকে কেবল শিখেছি
নদীর তীরেই সভ্যতার বিকাশ ঘটেছে
আর
আজকে জেনেছি
সব নদী মা হতে পারে না!
তাই তোমার উপমা খুঁজতে গেলে
মনে পড়ে
হোয়াংহো নদীর কথা
সাইক্লোনের কথা।
এখানে আপনার মন্তব্য রেখে যান