সন্দেহ

চিরল চিরল তেঁতুল পাতা
বাতাস পাইলে কাঁপে
সাপের মতন লকলকাইয়া
চুলার আগুন তাপে।
(আমার) শীতে কাঁপে দেহ।

অর্ধেক আমরা অবোলা নারী
সব কথা কি কইতে পারি?
আছে বুড়া, আছে গুঁড়া
আছে যোগী, রুগী
(তবু) বেবাকের সন্দেহ।

আলো শাউড়ি, ভালো মানুষের ঝি
(তবু) আমারে অসতী ব’লে,
মিছে খোঁটা দেহ,
চন্দ্র সূর্য সাক্ষী আমার
শীতে কাঁপে দেহ।

(সংস্কৃতশ্লোক অনুসারণে)

এখানে আপনার মন্তব্য রেখে যান