গাছেরা গান গায় গাছেরা কাঁদে হাসে গাছেরা কথা বলে
সেসব শোনে শুধু একটা বুনো হাঁস নদীর বুনো জলে
জলেরা কথা বলে ছলাৎ ছল ছল হাঁসটি শোনে একা
এবং চুপ করে অবাক চেয়ে থাকে দূরের বনে একা
নদীর বুনো জলে বেড়ায় ভেসে একা একটি বুনো হাঁস
উদাস দুটি চোখে কখনো চেয়ে দ্যাখে রূপসী নীলাকাশ
আকাশ কথা বলে অসীম চুপকথা- শোনে সে কান পেতে
সেকথা খেলা করে নদীর পাড়ে সব সবুজ ধানখেতে
কোন্ ইডেন হতে ঈভের ডাক ছাড়ে কোন্ সে বুনোগাছ!
শরীর নাচে শুনে তাধিন ধিন তা তা, হৃদয়ও জোড়ে নাচ
উড়াল দেয় বুনো হাসঁটি শূন্যেতে যেনবা সে ঈগল
নদীর বুনো জল কাঁপতে থাকে শোকে ছলাৎ ছল ছল

এখানে আপনার মন্তব্য রেখে যান