প্রকৃতি

কিভাবে কুঁড়িগুলো উঠিল ফুল হয়ে,
হইলো দিশেহারা বনের মৌমাছি!
যা কিছু দেখি চোখে, যায় তা ভুল হয়ে
সত্য হয় তা, যা চোখে না দেখিয়াছি।

কুঁড়িরা ফুল হয়, ঝরিয়া যায় ফুল
ভরিয়া যায় বন নতুন ফুলে ফের;
যে ছিলো কিশোরী, সে প্রণয়ে মশগুল-
ঘটিয়া যায় কত ঘটনা জগতের।

আমরা এইখানে- সত্য যত না এ,
সত্য তার চেয়ে আমরা কেউ নাই;
নদীর ঢেউ নাচে নর্তকীর পায়ে,
হয়তো আরো ঠিক কোথাও ঢেউ নাই।

এই যে সভ্যতা, কাল তা জলরাশি
এই যে জলরাশি, কাল তা সভ্যতা
সেখানে মানবীরা বলিবে ভালবাসি
ফুলের কানে কানে বলিবে ফুল কথা।

এখানে আপনার মন্তব্য রেখে যান