বলিয়া যেন যাই

চলিয়া যদি যাই, বলিয়া যেন যাই তাবৎ পৃথিবীকে:
দুঃখ নাই মনে। দুঃখ নাই, যেন একথা যাই লিখে
এবং এই কথা গাঁথিয়া অন্তরে একেলা চুপচাপ
চলিয়া যেন যাই, শরীরে লেগে থাকে সুখের উত্তাপ।

গোলাপ দেখিয়াছি, কাঁটার কথা তার পায়নি ঠাঁই মনে;
সাঁতার কাটিয়াছি চিতল মাছ হয়ে অথৈ যৌবনে,
জরা ও জীর্ণতা পারেনি ছুঁতে মন। গিয়াছে ফিরে শীত;
সত্তা জুড়ে পিক গাহিয়া উঠিয়াছে ফুলের সংগীত।

চলিয়া যদি যাই, বলিয়া যেন যাই: সত্য সুন্দর
জীবনবালুচরে দরদ দিয়ে গড়া মাটির কুঁড়েঘর;
সত্য সুন্দর রাতের জোছনা ও দিনের সভ্যতা,
মায়ের মধুডাক, সন্তানের মুখ, প্রিয়ার প্রিয়কথা ।

এখানে আপনার মন্তব্য রেখে যান