ভ্রমর গান গায় রাতের ফুলবনে
অথৈ নির্জনে আকাশে জাগে চাঁদ
একটি বোবা পাখি দু’ঠোঁটে এক মনে
জোছনা খুটে খায় কেমন উন্মাদ
কেমন উন্মাদ একটি বোবা পাখি
জোছনা খুটে খায়, দ্যাখে তা ফুলগাছ
ফুলে-বাতাসে করে সুবাস মাখামাখি
তাধিন ধিন তা তা জগত জোড়ে নাচ

ভ্রমর গান গায় রাতের ফুলবনে
অথৈ নির্জনে আকাশে জাগে চাঁদ
একটি বোবা পাখি দু’ঠোঁটে এক মনে
জোছনা খুটে খায় কেমন উন্মাদ
কেমন উন্মাদ একটি বোবা পাখি
জোছনা খুটে খায়, দ্যাখে তা ফুলগাছ
ফুলে-বাতাসে করে সুবাস মাখামাখি
তাধিন ধিন তা তা জগত জোড়ে নাচ
এখানে আপনার মন্তব্য রেখে যান