বাড্ডায় কোরান পোড়ানোর প্রতিবাদে। আমি বিশ্বাস করি এদেশে এখনো সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর বিচার হওয়া সম্ভব। সাধারন জনগন আইন হাতে তুলে নেই তখনই যখন তারা সুষ্ঠ বিচার পায় না।
আমরা তো শামুকের মতো নিজেদের গুটিয়ে নিলাম
আলো থেকে;
হে প্রভূ আমাদের পথ দেখাও…
আমরা তো আলো ভেবেই ছুটে গিয়েছিলাম পতঙ্গের মতো
অথচ কি নির্মম আগুনে পুড়ে ঝলসে গেলো হৃদয় জমিন;
ওরা কোরান পুড়িয়ে সাধনা করছে
ওরা কোটি কোটি মুসলমানের কলিজা পুড়িয়ে সাধনা করছে
আর আমরা, আমরা তো এখনো কূয়োর ব্যঙ;
শীতনিদ্রায় আছি।
ওরা জানে না সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে,
ওরা জানে না ধর্মীয় অনুভুতি কাকে বলে
ওরা জানে না কিভাবে সম্মান দেখাতে হয়;
ওরা শুধু জানে, আমরা এমন এক ঘুমন্ত জাতি
যাদের ঘরের খুটিগুলো ভেঙে পড়েছে, চালাগুলো উড়ে গেছে ঝড়ে;
দরজাতে তালা দিয়ে শান্তির ঘুম তবু ঘুমিয়েছি কবে!
এই ঘুম আমাদের শেষ ঘুম হবে??
এখানে আপনার মন্তব্য রেখে যান