তুমি ফিরে এস এই পথে / জাহিদুল ইসলাম

আবার সময় করে
তুমি ফিরে এস এই পথে
ইচ্ছে হয় যদি
আমি তোমার আসার পথে
চেয়ে রব যুগ যুগান্তর
মৃত মিষ্টিকুমড়া
বুকে চেপে ধরে
নেব তার স্বাদ – গন্ধ
মাকড়ের মত জাল পেতে
বসে রব নিরবধী
তুমি ফিরে এস এই পথে
ইচ্ছে হয় যদি

এখানে আপনার মন্তব্য রেখে যান