তোমার তুমিতে তুমি ছাড়া যদি অন্য কেউ
তুলবে ঢেউ; তুমি তবে কি?
তুমি কি পুতুল; দেখাবে পুতুল নাচ?
পুতুল কখনো নিজে সাজে নাতো
গড়েনা নাচের ধাঁচ।
নিজে ফোটে ফুল তাইতো ভ্রমর শোনায় মিষ্টি গান
নদী বয়ে যায় ভেঙে-গড়ে পাড় পাহাড়ের সন্তান।
তোমাতে তোমার চাই স্বকীয়তা
নিজস্ব পরিচয়,
না হলে অন্যে মুছে যাবে ঠিক
পথ যেতে পাবে ভয়।
এখানে আপনার মন্তব্য রেখে যান