রাত্রির ঘাড়ে চেপে মেঘেদের কাঁথা গায়ে যখন ভিজতে যাবো
স্বপ্নের সৈকতে প্রিয়,
তারাদের ফুল নিয়ে তুমি এসে বাসর সাজিও।
তুমি এসো জানালাতে মৃদু আলো জোছনাতে
বাতাসে ছাড়িয়ে দিয়ে চুল,
সে চুলের মেঘগুলো হাতড়িয়ে হাতড়িয়ে
ভালোবাসা খুঁজে নেবে আমার আঙুল।
এরকমই ছিল সব চিন্তার আগা থেকে গোড়া
আজ শুধু বেঁচে আছে যুদ্ধের ধোঁয়াটে মহড়া।
এখানে আপনার মন্তব্য রেখে যান