এই কবিতা পাখির জন্য লেখা
এই কবিতা উড়বে বলেই লেখা
এই কবিতা তোমার এবং আমার জন্য লেখা।
মাঠ পেরুলেই বনের শুরু
বুক কাপে তাই দুরু দুরু;
মাঠ পেরুলেই শহর এবং শুধুই কালো ধুঁয়া
মাঠ পেরুলেই বনের শুরু ওসব এখন ভুয়া
মাঠ পেরুলেই অনেক মানুষ
মানুষগুলো একা
এই কবিতা পাখির জন্য লেখা।
এই কবিতা বৃষ্টি এবং ঝড়ের জন্য লেখা
এই কবিতা নষ্ট চালায় খড়ের জন্য লেখা
এই কবিতা খলসে এবং পুটির জন্য লেখা
এই কবিতা এ সভ্যতার খুঁটির জন্য লেখা।
এই কবিতা পদ্মা এবং মাঝির জন্য লেখা
এই কবিতা চাষার বাঁচার আশার জন্য লেখা।
এই কবিতা মাটির এবং ভাষার জন্য লেখা;
বাবুই পাখির বাসার জন্য লেখা…
মাঠ ও মাঠে বৃষ্টি-জমা পানি
সেই পানিতে কোলা ব্যঙের ছানা
শহরতলির একটা ফ্লাটে যেই শিশুটি থাকে
তার কি আছে জানা?
এই কবিতা এসব কথা জানার জন্য লেখা
এই কবিতা অন্ধ এবং কানার জন্য লেখা।
বাতাস এলো বাতাস গেলো, যাচ্ছে বাতাস ছুটে
বন ও মনের সবুজটুকু লুটে;
এই কবিতা একটা সবুজ পাতার জন্য লেখা,
এই কবিতা পাখির জন্য লেখা।
এখানে আপনার মন্তব্য রেখে যান