এরপরও যদি

182417_1

(হাফেজ মাসুদুর রহমানের নির্মম হত্যাকান্ডের পর মানবাধিকার গোষ্ঠি এবং সাংবাদিকদের ভূমিকার প্রতিবাদে। কবিতাটা তাদের জন্য নয় যারা সত্যিকার সৎ এবং নিষ্ঠাবান)

এরপরও যদি কোনো মানবাধিকার কর্মীকে দেখতে পান
আপনাদের উঠোনে, বাড়ির আনাচে কানাচে
কিংবা মহল্লায়; পাছার উপরে কাঁচা কঞ্চির দু’ঘা বসিয়ে দিয়েন।

ওরা বলতে চায়, ওরা নাকি মানুষের কথা বলে
অথচ যখন আমার ভাইকে হত্যা করা হলো তখন ওদের মুখ থেকে টু’শব্দও বের হলো না…
শকুনের মতো ওরা খুঁজতে থাকলো মরা গরু!!

এরপরও যদি কোনো সংবাদকর্মী দাবি করে বসে
পৃথিবীর তাবৎ নিরপেক্ষতার সনদ সাজানো আছে তাদের অফিসে;
তবে তার মুখে গুঁজে দিয়েন টয়লেট টিস্যু।
ওদের কলমগুলো কেড়ে নিয়ে তুলে রাখুন, যাতে
আর কোনো মিথ্যে সংবাদ লেখতে না পারে কখনো।

এখানে আপনার মন্তব্য রেখে যান