-আর দু’চামচ ঘি দে না ভাই
গরম গরম ভাতটা মাখায়।
-তোরা তো সব হাড়-হাভাতে
অমন করে ঘি খায় ভাতে?
………………………………………………………………..
চোখটা বন্ধ করুন এবং ডুকে পড়ুন দৈত চরিত্রে
এবার একটিবার অভিনেতা হয়ে যান;
হাত তুলুন, আত্মসমর্পন করুন এবং হারিয়ে যান।
বলুন কম্পিত গলায়- দু’চামচ করুনার ঘি…
পাবো কি??
এবং উত্তর দিন- তোদের মতো হাড় হাভাতে দেখিনি কোথাও
পশ্চিমে-পুবে-উত্তরে-দক্ষিনে দেখিনি কোথাও;
ভাত পেয়েছিস এই তো বেশি;
ঘি !!!
ছি !!!
এখানে আপনার মন্তব্য রেখে যান