হাত দিও না জ্বলছে শরীর
হাত দিও না; ইশ…
শরীর এখন শরীর তো নয়
শরীর পোড়া ডিশ,
ইচ্ছে হলেই ভাজতে পারো পদ্মার ইলিশ!!
হাত দিও না জলছে শরীর
পুড়ছে গোটা মন,
এখন শুধু গরম গরম মশলা প্রয়োজন;
ঝাল পড়েছে একটু বেশি
সমস্যা নেই তাতে
অল্প করে মাখিয়ে নিও গরম গরম ভাতে।
…………………………………………….
তবে,
শরীর যখন জ¦লছে এমন
শরীর যখন কড়াই,
তোমার ধরেও ভাজতে পারি
নয় সে মিথ্যে বড়াই।