ঝড়,
পাশ দিয়ে চলে গেল সাঁই-
আশা ছিলো, বাসা ছিলো,
সব ছিলো; নাই।
ঝড়,
কড়মড়-মড়মড় ভাঙে বুঝি ডাল
চুপচাপ ভয় ভয় গায়ে মোড়া শাল।
ঝড়,
ঝাপি খালি চোরাবালি পথ-
যদি থাকে বুকে হিম্মত
আবার নতুন করে গড়।
ঝড়,
পাশ দিয়ে চলে গেল সাঁই-
আশা ছিলো, বাসা ছিলো,
সব ছিলো; নাই।
ঝড়,
কড়মড়-মড়মড় ভাঙে বুঝি ডাল
চুপচাপ ভয় ভয় গায়ে মোড়া শাল।
ঝড়,
ঝাপি খালি চোরাবালি পথ-
যদি থাকে বুকে হিম্মত
আবার নতুন করে গড়।
এখানে আপনার মন্তব্য রেখে যান