গাছের পাতায় ধুলো জমে গেছে
ধুয়ে দিয়ে যাও বৃষ্টি
ধুয়ে দিয়ে যাও পথ-ঘাট-পাড়া-জজ্ঞাল
ধুয়ে দিয়ে যাও দৃষ্টি।
এলাকায় বড়ো অপরাধ গেছে বেড়ে
পথে-প্রান্তরে বেওয়ারিশ লাশ জমে আছে, খুব গন্ধ
ধুয়ে দিয়ে যাও তুমুল বৃষ্টি নামো
নালা নর্দমা পলি জমে জমে বন্ধ
মস্তিষ্কের সংসদে তাই পৌছায়না এ সংবাদ
বেড়ে গেছে খুব অপরাধ।
যেই বস্তিতে দিনের বেলায় সূর্য রাখেনা তসরিফ
যেই বস্তির খবর রাখেনা কেউ
সেই বস্তির ওপর প্রান্তে রাতভর চলে হুল্লোড়
নাইটক্লাবের রাত্তিরে ওঠে মাদকের চোরা ঢেউ।
বাইরে যখন ঘুম ঘুম নামে রাত্রী
ওরা সে সময় অন্ধ-পথের যাত্রী,
বহুদিন ধরে বোধের নালাটা করেনাই কেউ পাক-সাফ
তাই, ব্যর্থতাতেই মিটে যায় সব সংলাপ;
এসো বৃষ্টি তুমুল বৃষ্টি
চোখের পর্দা ধুয়ে দাও
ফের মিলুক শুভ্র দৃষ্টি…
এই নগরের যত অন্দর
এই মনুষ এবং আসবাব
চৌরাস্তার ল্যাস্পপোস্ট
যত আইন-কানুন ফরমান
সবাই কি এক অন্ধত্বের আবরনে আছে ঢেকে
তাই জীবন চলার স্বাভাবিক সব রাস্তা গিয়েছে বেঁকে
তুমি আবরনটুকু ধুয়ে দাও
এসো বৃষ্টি তুমুল বৃষ্টি
চশমার কাচে জমে যাওয়া ধুলো ধুয়ে যাক
মিলুক স্বচ্ছ দৃষ্টি।
এখানে আপনার মন্তব্য রেখে যান