ক য়ের কাছে কলমি লতা,
কলমি লতা কয় না কথা,
কোকিল ফিঙে দূর থেকে
কলমি ফুলের রঙ দেখ ॥
খ কে নিয়ে খেঁক শিয়ালী
যায় পালিয়ে কুমারখালি
পাখ-পাখালি খবর পেয়ে
খরগোসকে দেয় জানিয়ে॥
গ য়ের খেলা গোললাছুট
জিতলে চানা, হারলে বুট,
তোমরা খাবে কুটুর কুট,
আমরা খাব মুটুর মুট ॥
ঘ য়ে ঘোড়া এল যেই
খোঁড়া হ’ল সকলেই,
কালো ধলো দুই ঘোড়া
দু’য়ে মিলে এক জোড়া॥
ঙ জানে রঙ ঢঙ,
রঙ নিয়ে খেলা সঙ,
লিকলিকে সরু-ঠ্যাং
লাফ দেয় কোলা ব্যাঙ॥
চ য়ে চাঁদ চৌপর
জেগে রয় রাত ভর,
চড়–ইয়ের বাসাটায়
চাঁদ এসে ঘুরে যায়॥
ছ য়ে ছড়ার শহরে
সুর উঠেছে নহরে,
রং তামাশা হাজারে
ছড়া ছবির বাজারে॥
(বর্গীয়) জ য়ে জামদানি
জাহাজ ঘাটে আমদানি;
দূর পাহাড়ে ফুল ফুটেছে
রঙটা নাকি জাফরানি॥
ঝ য়ের পাশে ঝিঙে,
ঝিঙে লতায় ফিঙে
ঝিঙে লতা জড়িয়ে গেলো
কালো গরুর শিঙে॥
ঞ র পাশে মিঞ
ব’লছে ইঁদুর দিয়ো,
বলছে বিড়াল মিঞাউ, মিঞাউ
কাঁদলে কোলে নিয়ো॥
ট য়ের পাশে টাটটু,
খেলছে ওরা লাটটু,
টয়ের কাছে টিয়ার ঝাঁক
অবাক হ’য়ে দেখছে কাক॥
‘ঠ য়ের মেজাজ খাট্টা কেন?’
‘তোমরা কর ঠাট্টা কেন?’
কাঠে কেন ঠোকর দিয়ে
কাঠ-ঠোকরা যায় পালিয়ে॥
ড য়ের কাছে ডুগডুগি
বানর এসে দেয় উঁকি,
ডুগডুগিটা বাজাবে
বানরটা ফের নাচবে॥
ঢ য়ের পাশে ঢাকা
কথাটা নয় ফাঁকা
ঢাকা শহর পাশে রেখে
বইছে নদী বাঁকা॥
ণ য়ের মাথা
যায় না মোটেই কাটা,
হাসলে মণি পড়ে,
কাঁদলে মানিক ঝরে॥
ত যের কাছে তারা
তাকায় পলক হারা
সকল তারা গুণতে গিয়ে
রাত হ’য়ে যায় সারা॥
থ য়ের থাবার জোরে
বাঘ সিংহ ঘোরে,
ভয় পায় না কাউকে, আওয়াজ
তোলে জোরে শোরে॥
দ য়ের কাছে দেয়ালে
দোয়েল নামে খেয়ালে,
ফুল ফুটেছে দোপাটি,
বাঁধছে খুকু খোঁপাটি॥
ধ য়ের কাছে ধান খেতে
ওঠে আমার মন মেতে,
ধকে নিয়ে ধু ধুমাঠ
ধুলা বালির রাজ্যপাট॥
(দন্ত) ন য়ে নাও খানা
যায় ছাড়িয়ে গাঁও খানা,
নদী নালার পথ ধ’রে
নাও চলে কার নাইওরে॥
এখানে আপনার মন্তব্য রেখে যান