তোমার আমার সন্ধি
আজ ফাইল চাপায় বন্দি
ভালোবাসি বলে আসলেই আর মেটেনা সকল দন্দ
মাঝখানে থাকে কাঁচা পয়শার গন্ধ।
তুমি অফিস-টফিসে যাওনা
তাই ওসব খবর পাওনা;
তবু দুষছো!
আমার জন্য ঘৃণায় কেবল পুষছো!
………………………………………….
তোর হাতে পা’য় ধরি অফিসার
তুই ভাঙিস না এই সংসার…
এখানে আপনার মন্তব্য রেখে যান