মুখটা চেপে ধরে বলছো কথা বল / সাইফ আলি

মুখটা চেপে ধরে বলছো কথা বল
কি এক উপহাসে কাটছে দিনগুলো!

বহুদিনের ধুলো জমেছে ইতিহাসে
পাখিরা উড়ছেনা মুক্ত নীলাকাশে
ইটটা চাপা দিয়ে বলছো সাদাঘাস
এদিকে ঘাসগুলো করছে হাস-ফাস।

এভাবে চলবেনা পৃথিবী বেশিদিন
পাখিরা বলবেনা শেখানো কথা আর
বুনো এ মনজুড়ে ফুলের সৌরভ
আবারো পেতে চায় হারানো গৌরব।

বয়সী বটগাছ কালের সাক্ষ্যিরা
হয়তো বেশিদিন দেবেনা সুবাতাস
কিন্তু যারা আজ তরুণ চারাগাছ
তারাকি মেলবেনা সবুজ বিপ্লব!!

মুখটা চেপে ধরে বললে কথা বল
বুকের জমা ক্ষোভ বাড়বে তিলে তিলে
হয়তো একদিন ভাঙবে শৃঙ্খল
সামিল হবে ঠিক সত্য এ মিছিলে।

এখানে আপনার মন্তব্য রেখে যান