আমার বুকে শুভ্রতা কই অতো,
তোমায় দেবো? শুষেই নেবো
সব ব্যাথা সব ক্ষত !
ও মানবী, শোনো-
আমি কি আর ব্লটিং পেপার;
হেলাল হাফিজ কোনো ?
আমার বুকে শুভ্রতা কই অতো,
তোমায় দেবো? শুষেই নেবো
সব ব্যাথা সব ক্ষত !
ও মানবী, শোনো-
আমি কি আর ব্লটিং পেপার;
হেলাল হাফিজ কোনো ?
এখানে আপনার মন্তব্য রেখে যান