একটি আলোক পোকার মৃত্যু সংবাদ
এবং একটি জোনাকির নিভে যাওয়া শোক
চাপা ছিলো কবিতার খাতায়…
এলোমেলো অক্ষরে ব্যথা
শব্দের ব্যথা
ব্যথাদেরও ব্যথা ছিলো ভরা
হঠাৎ এক জোছনায় ভিজে
কি যে হলো কি-
অক্ষরে হান গায়, শব্দেরা হাসে;
কবিতারা সুখে আছে শুনেছি।
কবি তাই কবিতার খাতা
প্রতিদিন জোছনায় রাখে,
যদিও সেখানে আজো
আলোপোকা-জোনাকির মৃতদেহ থাকে।
এখানে আপনার মন্তব্য রেখে যান