আলোকিত অন্ধকারে তুমি

আলোকিত অন্ধকারে তুমি
নতজানু তোমার দু’চোখ
আমি শুধু দেখি আর ভাবি
এই দেখা শেষ দেখা হোক।

মৃদু মৃদু দুলছিলো চুল
ফুটেছিলো গোধুলির ফুল,
আলো ছিলো আঁধারের চোখে
নাকি ছিলো অযাচিত ভুল।

তুমি ছিলে ক্যানভাস জুড়ে
আর ছিলো থোকা থোকা রং,
সেই রঙে অন্ধ হলো চোখ;
আমি শুধু দেখি আর ভাবি-
এই দেখা শেষ দেখা হোক।

এখানে আপনার মন্তব্য রেখে যান