এই বিমূর্ত সব সন্ধ্যা
এই জোনাক পাড়ার ব্যস্ততা, এই চাঁদরাত
এই পাহাড় চরানো ঝর্নার হাওয়া ভৌতিক,
এই আঙ্গুল, এই আশ্রয়…
সব তোমার জন্য কবিতায় বেধে রাখলাম।
খোলাচুলে তুমি মেঘ নিয়ে এলে রাত্রে
এলোমেলো কিছু বৃষ্টির মতো ভালোবাসা ঝরে পড়লো
ডিমলাইটের আবছা আলোতে তোমাকে দেখিবা দেখি না
কবিতার মতো তোমাকে লেখি বা লেখি না
আমার গোপণ ডাইরিতে সেই রাত্রে;
তুমি একোন কঠিন রস এনে দিলে পাত্রে।
হায়! বাধলাম আমি তোমাকে একটা ছন্দ হারানো কাব্যে;
ওরা অকবি আমাকে ভাববে।
এখানে আপনার মন্তব্য রেখে যান