হায়! নিয়তি…

শরীরে জমেছে মেদ
ভারী হয়ে গেছে পা,
গচ্ছিত সব মালামাল নিয়ে
পথ চলা যাবে না।

ছিলো ঝাড়বাতি জ্বলা বেডরুম
ছিলো বিশাল কক্ষ ডাইনিং
তবু রাত আনলোনা সুখ-ঘুম
হায়! নিয়তি…

ছিলো ভান্ডার ভরা খাদ্য
ছিলো সঙ্গীত ছিলো বাদ্য
শুধু তোমাকে নিলোনা মহাকাল
হায়! নিয়তি…

ছিল প্রাসাদ ফটোকে দারোয়ান
ছিলো পাহারাদারেরা পালোয়ান
তবু খাঁচার পাখিটা উড়লো
হায়! নিয়তি…

এখানে আপনার মন্তব্য রেখে যান