ঝড়ের রাতটাতে / সাইফ আলি

ঝড়ের রাতটাতে জমেনি ধুলোময় প্রাচীন গল্প
জমেছে শংকিত চোখের বন্দরে প্রতিকী মৃত্যু
জমেছে চৌকাঠে পুরোনো পাতাদের লাশের স্তুপ
তবুও সীমাহীন আশার বুকে জমা শিশির অল্প।

ঘরের মাঝখানে দাড়িয়ে ভাবনায় ভেবেছি কেউ নেই,
ভেবেছি এই ঝড়ে শুধুই মৃত্যু; জীবন ঢেউ নেই।
অথচ রাতভর ঝড়ের তান্ডবে নেচেছে বৃক্ষ,
বলেছে- রাত শেষে ভোরের কোল জুড়ে সূর্য হাসবেই।

আহা কি বেহিসেবী মানুষ আমরাই হিসেব মিলালাম-
শুনিনি আজকের খবর বেতারের ঝড়ের পয়গাম;
শুনলে কি বা হতো, ঝড় কি থেমে যেতো? ডালটা ভাঙতনা,
ঝড়টা থেমে গেছে আমিও বেঁচে আছি এটুক সান্তনা!

অথচ জানি প্রভূ তোমার কুদরতে নিয়েছি নিঃশ্বাস,
তবুও কিরকম কাফির হয়ে গেছি করিনি বিশ্বাস!!

( ঢাকা, শুক্রবার 17 June 2016 ৩ আষাঢ় ১৪২৩, ১১ রমযান ১৪৩৭ হিজরী ; দৈনিক সংগ্রাম )

কবিতার লিংক

এখানে আপনার মন্তব্য রেখে যান