অপরূপ সেই সে বৃক্ষ
দেখলে চোখের পাপ থাকে না।
– লালন শাহ
কোনো রকম ঘন্টা ছাড়াই
গাছ তার যাত্রা শুরু করে।
আমার গ্রামের একটা গাছকে সিনেমার পর্দায় দেখে
চমকে উঠেছিলাম।
সেই গাছটিই আবার লামডিং-এর
পরের ছোট্ট স্টেশনে দাঁড়িয়েছিলো,
আমার শরনার্থী অবস্থা দেখে লজ্জাও পেয়েছিলো।
বালিগঞ্জের ট্রাম-লাইনের পাশে
সেই গাছ আমাকে চোখ মেরেছিলো।
আমি তাড়াতাড়ি জানালা থেকে
মুখ সরিয়ে নিয়েছিলাম।
মেয়েদের মতো গাছেদেরও অহংকার আছে।
মন্তব্য করুন