একটা গল্প বলো যাকে পালা যায়
বুকের খুব কাছে লালন করা যায় বছরের পর বছর…
আমাকে এমন একটা গল্প শোনাও যে কিনা প্রতিদিন বড়ো হয়
উপন্যাস হয়ে যায় হঠাৎ কখনো!
যে কিনা বেড়ে ওঠে বৃক্ষের মতো
নদীর ঢেউয়ের মতো উপচে পড়ে জীবনের তীরে
পাখিদের মতো অভিমানী হয়
বাতাসের মতো হয় বহমান…
সর্বপরি আমাকে একটা গল্প বলো
যে কিনা জীবন আর জীবিকার তাগিদে ছুটে বেড়ায় আমাদেরই মতো
হাসে, কাঁদে, দুঃখ পায়, সুখী হয়, সংসার গড়ে
মাঝে মাঝে ছবিও আঁকে দু’একটা;
একটা গল্প শোনাও, যেই গল্পটা দিনশেষে গল্প থাকে না
হয়ে ওঠে মানব-মানবী!!
এখানে আপনার মন্তব্য রেখে যান