যেটুকু আঁধার ছিলো চায়ের চুমুকে
যেটুকু বিষাদ ছিলো রাতের শরীরে
সবটুকু তুলিতে মলিন;
সারা ক্যানভাস ছিলো ভীষণ রঙিন!
দৃষ্টিরা দেখেছিলো শুধু সেই রঙ
পারেনি আঁধার ছুতে ঠোঁট;
সারাটা রাতের ব্যথা এক নিমেষেই
কিনে নিয়ে গেলো কিছু কাগজের নোট!
যেটুকু আঁধার ছিলো চায়ের চুমুকে
যেটুকু বিষাদ ছিলো রাতের শরীরে
সবটুকু তুলিতে মলিন;
সারা ক্যানভাস ছিলো ভীষণ রঙিন!
দৃষ্টিরা দেখেছিলো শুধু সেই রঙ
পারেনি আঁধার ছুতে ঠোঁট;
সারাটা রাতের ব্যথা এক নিমেষেই
কিনে নিয়ে গেলো কিছু কাগজের নোট!