আমার সকল প্রেম তোমার জন্য যদি হয়
তোমাকে স্মরণ করে কাটে যদি আমার সময়
তবে, ক্ষমা কোরো ওগো প্রভূ ওগো দয়াময়
জীবনের সব ভুল সব সংশয়॥
জীবনের পথ জানি বড় বেশি সোজা নয়
চিনতে করলে ভুল অকারণ বোঝা হয়
বৃষ্টির সব ফোটা একতালে ঝরে না
দোষে দোষে ভরা মন মিছে আশা করে না॥
তুমি আছো, তুমি আছো হেপরম দয়াময়
তাইতো কাঁদছি আজ সেজদায় সেজদায়॥
পাহাড় কি জানে তার ঝর্ণার হাহাকার
সাগরের বুকে লোনা ঢেউয়েদের সংসার
নদী শুধু বয়ে যায় মিলবে সে মোহনায়
গাছের পাতারা দোলে তোমারি প্রশংসায়॥
স্নপ্নের খেলাঘর ভেঙেচুড়ে একাকার
অসহায়-অসহায়, আমি বড় অসহায়
তাইতো কাঁদছি আজ সেজদায় সেজদায়॥
এখানে আপনার মন্তব্য রেখে যান