পাখির শরীর থেকে পালকের সুখ
তুললে যে নিষ্ঠুর হাতে
সে হাত কেমন করে গোলাপে লাগাও,
জোছনায় ভেজাও এ রাতে!
একই হাতে কিভাবে এ পাঁজর ভেঙে
হৃদয়ের রঙ নিয়ে তুলিতে লাগাও;
তারপর সেই তুলি সাদা ক্যানভাসে
নিষ্ঠুর ঘসে ঘসে রঙিন বানাও!
আমি কি অধম দ্যাখো পারিনে কিছুই
কিছু পথ যেয়ে একা ফিরছি পিছুই,
তারপর একা একা গোধূলির দিকে
অপলক চেয়ে থেকে কাটাবো সময়;
জীবনের চরকাটা ঘুরে যাবে ঠিক
খুঁজে যাবো আত্মার মূল পরিচয়।
এখানে আপনার মন্তব্য রেখে যান