ক্যানভাস জুড়ে ছিলো কালির আঁচড়
আর তাতে ছিলো দুটো চোখ,
সে চোখে কি লেখা ছিলো বুঝিনি সেদিন
এটুকুই মনে আছে পড়েনি পলক!
সেই দুটো চোখে ছিলো রাজ্যের মায়া
মায়ার গভীরে ছিলো সাগরের ঢেউ
আমি তার তল খুঁজে পাইনি কখনো
শুনিনি তা কোনোদিন পেয়েছিলো কেউ।
ক্যানভাস জুড়ে ছিলো কালির আঁচড়
আর তাতে ছিলো দুটো চোখ,
সে চোখে কি লেখা ছিলো বুঝিনি সেদিন
এটুকুই মনে আছে পড়েনি পলক!
সেই দুটো চোখে ছিলো রাজ্যের মায়া
মায়ার গভীরে ছিলো সাগরের ঢেউ
আমি তার তল খুঁজে পাইনি কখনো
শুনিনি তা কোনোদিন পেয়েছিলো কেউ।
এখানে আপনার মন্তব্য রেখে যান