চলছে রাস্তা দুইপাশে তার রঙ-বেরঙের ঘর
সব জানালাই আটকানো হায়, বন্ধ সব অন্তর
চলছে রাস্তা ল্যামপোস্টের আলোই সিদ্ধ রাতে
চলছে রাস্তা এ সভ্যতার উন্নয়নের খাতে।
চলছে রাস্তা নির্জন এই রাত্রীর সহচর ॥
শহরের ছাদে কালো গোলাপের শৈশব দেখে লাভ নাই;
ফাকা বেলকোনি দাড়িয়ে রয়েছে, ডুবে আছে কোন ভাবনায়।
বিলবোর্ড জুড়ে বিজ্ঞাপনের সংসারে কোনো দুখ নেই
তবু রাস্তার মনে সুখ নেই ,
হায়, রাস্তার গায়ে জ্বর ॥
নিঅনের গায়ে আলোক-প্রার্থী পতঙ্গ, তবু আলো নেই
ফুটপথে যারা ঘুমিয়ে রয়েছে তাদের শরীর ভালো নেই;
আর, ওপাড়ায় যারা সারা রাত জুড়ে কুড়িয়েছে মজা-মাস্তি
ঘুম ভাঙতেই শুরু হয়ে যাবে শাস্তি…
সঞ্চিত সব সম্পদ হবে দম ফুরালেই পর।
হোটেল কেবিনে নষ্ট ফুলের সুখ হাতড়িয়ে লাভ নেই
সব কুয়াশায় দূর হয়ে যাবে মাদকের ঘোর কাটতেউ
ব্যটারি ফুরালে ঘড়ি থেমে যায় সময় থামে না চলবেই
তবু রাস্তার মনে সুখ নেই
হায়, রাস্তার গায়ে জ্বর ॥
এখানে আপনার মন্তব্য রেখে যান