মানুষের মুখে শুনি মানুষের নাম,
গাছপালা হেসে বলে সালাম সালাম।
ফুলগুলো চেয়ে থাকে পাখিগুলো চুপ
মানুষ মুখোশ পরে অতঃপর বলে-
এখানে কে জ্বালিয়েছে ছলনার ধূপ,
এভাবে জীবনটা কি মিশে যাবে জলে!
ফুলগুলো ছিড়ে ফেলো পাখিগুলো মারো
গাছপালা কেটে কেটে লাকড়ি বানাও;
অতঃপর মুখ থেকে মুখোশ সরিয়ে
পৃথিবীকে শান্তির খবর জানাও।
আমিও মানুষ তাই মানুষ মহৎ
আর সবই ভুল ভাই ভুল এ জগৎ।
এখানে আপনার মন্তব্য রেখে যান