যা কিছু কাঙ্ক্ষিত

ভাবনাগুলো জট পাকালো সময় সুতোয়
অল্পকিছু আবেগ ছিলো অনাহূতই,
দিকটা শুধু ঠিক ছিলো না; নয়তো এমন
অন্ধকারে হাতড়ে ফিরি কানাগলি?

পাতার বাঁশি বাজাও তুমি কোথায় বসে
বটতলাতে খুঁজে এসেই বলছি আমি,
তোমার কথা ভাবতে গেলেই কেমন যেনো
গুলিয়ে ফেলি দৈনন্দিন জীবন-যাপন।

পালকবিহীন ছানার ডানায় বাতাস বাধে?
ইচ্ছে হলেই সবাই কি আর উড়তে পারে?
তুমি থাকো কোথায় সে কোন মেঘের দেশে
মানুষ কি আর তোমার সাথে ঘুরতে পারে!

তবুও তুমি হঠাৎ নামো বৃষ্টি হয়ে
হঠাৎ ঝড়ো বাতাস হয়ে উড়াও ছাতা;
না হয় সবাই আশায় থাকে আসবে তুমি
তাই বলে তি করবে তুমি ইচ্ছে হলেই
যখন যা তা?

এখানে আপনার মন্তব্য রেখে যান