লেখক পরিচিতি / হোসেন এম জাকির

DSC_5290
হোসেন এম জাকির / স্থিরচিত্র: ই এইচ ইমন

জন্মঃ ১৭ই এপ্রিল ১৯৭৮, ঝিনাইদহের শৈলকূপা থানায়। বেড়ে উঠার প্রথম পর্যায়টা গ্রামের রাখালদের সাথে খেলাধুলায় চমৎকার সময় কাটিয়েছেন। সরাসরি দ্বিতীয় শ্রেনীতে ভর্তির মাধ্যমে শিক্ষা জীবনের শুরু। পঞ্চম শ্রেনী পাশ করার পর আবার দুই বছরের ছন্নছড়া জীবন। তারপর সপ্তম শ্রেনীতে ক্যাডেট কলেজে ভর্তির মাধ্যমে অন্তত প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয়টা নিশ্চিত হয়েছিল। বোর্ডের পরীক্ষায় ডাবল স্টান্ড করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই স্বপ্নভঙ্গ। অনার্স পরীক্ষা দিয়ে চলে গেলেন এক শিপিং কোম্পানীর চাকুরীতে। সাত মাস পর ফিরে এসে কোন ক্লাশ এ্যাটেন্ডেন্স ছাড়াই মাস্টার্স পরীক্ষা দেওয়ার পর উপলব্ধি করেন যে চাকুরীর জন্য পড়তে হবে। সুযোগ এবং সম্ভাবনা থাকলেও অনার্সে ফার্স্ট ক্লাশ নেই বলে হীনমন্যতা থেকে কোনদিন রিসার্স লাইনে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নেন। সুতরাং ভর্তি হন IBA-এর MBA প্রোগ্রামে। ফার্স্ট সেমিস্টারে ১০০% ক্লাশ এ্যাটেন্ডেন্স দিয়ে নিজেকেই বিস্মিত করে দেন। বলতে গেলে সেই থেকে পড়াশুনার শুরু। MBA কোর্সের প্রথম সেমিস্টার শেষ করেই প্রাইম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসাবে যোগদান। সেই অবস্থায় বিয়ে করে পড়াশুনা, সংসার আর চাকুরী করেছেন এক সাথে। MBA শেষ করার পর বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশুনা না করার অপরাধবোধ থেকে CFA প্রোগ্রাম শুরু করেছিলেন এবং নিজের দুই ছেলে-মেয়ে স্কুলে ভর্তি হওয়ার আগেই তা শেষ করেছেন। ২০১৪ সালের নভেম্বর থেকে CFA Society Singapore এর সদস্য। সদ্য গঠিত CFA Society Bangladesh-এরও একজন সদস্য। পেশাগত জীবনে বর্তমানে এক আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত।

মাঝে মাঝে ফেসবুকে নোট লিখতেন। বিরক্ত হয়ে একদিন ঘোষনা দিয়ে ফেসবুক নোট লেখা ছেড়ে দেন। অভ্যাস, অলস সময়ের অস্থিরতা আর নিতান্ত খেয়াল থেকে ডায়েরী লিখতে শুরু করেন কোন পরিকল্পনা ছাড়াই। কন্টেম্পোরারি বিষয়ের উপর লেখা অনেকদিন চলতে পারত। কিন্তু বিশ্বাস করেন লেখালেখি কোন হালকা বিষয় নয় আর একই সাথে স্বীকার করেন পরিবারও খুব সিরিয়াস বিষয়। দুইয়ের মাঝে টানাপোড়ন দেখা দিলে শুরু করার মাত্র দেড় বছরের মাথায় লেখায় ছেদ টানার সিদ্ধান্ত নেন। সেই কারনে অনিচ্ছা সত্ত্বেও এত তাড়াতাড়ি প্রথম বইয়ের আত্মপ্রকাশ।

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: