তোমার জন্য একটা কবিতা / সাইফ আলি

তোমার জন্য আমার শখের মেঠো পথ দেবো ছেড়ে
তুমি হেটো সেই পথে,
তোমার জন্য এক থোকা ফুল রেখে যাবো এই ঘাসে
তুমি বসো তার পাশে।

এক মুঠো আলো বতলে বদ্ধ
সাথে চিঠি নীল খামে
রেখে যাবো এই ঘাসের চাদরে
বন্ধু তোমার নামে;

একটি বিকাল তোমার জন্য
একটি সন্ধ্যা বেলা,
পারলে তা নিও বুকের গভীরে
না পারলে অবহেলা।

তোমার জন্য একটা কবিতা বাতাসে উড়িয়ে দেবো
গন্ধ কুড়িও তার,
ভাল না লাগলে ভেঙে ফেলো সেই
কবিতার সংসার।