যেই আবর্তে গড়ে উঠি হোসেন এম জাকিরের একটি গবেষণাধর্মী গ্রন্থ। এ ধরনের গ্রন্থ বাংলা ভাষায় খুবই দুর্লভ। কেবল বুদ্ধি প্রয়োগ করে এ ধরনের গ্রন্থ রচনা করা যায় না। বিশ্বাসের তীব্র স্রোত, চোখে দেখা জাতীয় ও আন্তর্জাতিক সত্য-মিথ্যার দ্বন্দ্ব, বিবেকের দহন, মর্মপীড়া ও হৃদয়ের গহীনে সুপ্ত বৈপ্লবিক আগ্নেয়গিরি প্রভৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে সুপ্রাবন্ধিক হোসেন এম জাকিরের যেই আবর্তে গড়ে উঠি।
গ্রন্থের নাম দেখে যে-কারো মনে পড়ে যেতে পারে আল মাহমুদের ‘যেভাবে বেড়ে উঠি’ নামক আত্মজীবনীমূলক গ্রন্থটির কথা। কিন্তু না, এটি কোনো আত্মজীবনীমূলক গ্রন্থ নয়। এটি লেখকের যাপিত জীবনের প্রতিক্ষণে উপলব্ধ সভ্যতার সংকট ও তার প্রতিকারের একটি জীবন্ত দলিল। আমার মনে হয়েছে, এটি একটি এ্যাটোম বোমার মতো গ্রন্থ, যার বিস্ফোরণ পাঠকের মনোজগতে ঘটলে মিথ্যার সর্বনাশ হবে এবং উত্থান ঘটবে সত্যের। তবে একথা নিশ্চিত করে বলা যায়, এ গ্রন্থের লেখক সত্যিকার অর্থেই একজন খাঁটি মানবতাবাদী, সত্য প্রকাশে নির্ভীক এবং মুক্ত বুদ্ধি ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী সজ্জন।
হোসেন এম জাকির প্রচুর তথ্য ও উপাত্তের সমাবেশ ঘাটিয়েছেন এ গ্রন্থে, যা তাঁর ইতিহাস-সচেতনতা, বিজ্ঞান-মনস্কতা ও নৃতাত্ত্বিক জ্ঞানের পরিচয় বহন করে। সর্বোপরি, তাঁর ভাষা অত্যন্ত প্রাঞ্জল ও খরস্রোতা নদীর মতো বেগমান। একবার পাঠ করা শুরু করলে পাঠক এ গ্রন্থের মুড়ো না দেখে থামতে পারবেন বলে মনে হয় না। আমি হোসেন এম জাকিরের যেই আবর্তে গড়ে উঠি গ্রন্থটির বহুল প্রচার কামনা করি।
– শিশ মহম্মদ
এখানে আপনার মন্তব্য রেখে যান