আমি সেই পাড় ভাঙা নদী
আমি সেই ক্ষরস্রোতা নদী নিরবধি
মনে পড়ে বঙ্কিম রচনার কথা
উত্তাল ঢেউয়ের শরীর
আজ বড়ো বুড়িয়ে গিয়েছি
এখন আর জোয়ার নেই কোনো
মরণে মজেছি…
ঐখানে জমিদার ভিটে ছিলো
ভয়ে তার কাঁপতো সবাই,
এক রাতে ভেঙেছি প্রতাপ;
হাট-ঘাট-বটতলা-বিশাল বিরাণভূমি
মুহূর্তে হাওয়া;
আজ খুব সংক্ষেপে আসা আর যাওয়া।
শুধুকি নিয়েছি,
তার চেয়ে ঢের বেশি দিয়েছি, মানো না;
তোমরা স্বার্থ ছাড়া কিছুই জানো না।
এখানে আপনার মন্তব্য রেখে যান