শুধু নেই পাত্র আমার

পড়ন্ত বিকেলের কাছে বললাম-
একটু আলো দেবে, যে আলো পোঁড়ায় না কিন্তু পথ দেখায়?
সে আমাকে বলে, তার সব আলো নাকি আমারি জন্য;
অথচ, সে আলো পুষে রাখার পাত্র পেলাম না…

সন্ধ্যাকে বললাম, দিতে পারো মায়া; যার টানে পাখি ফেরে নীড়ে?
সে আমাকে বলে, তার সব মায়া নাকি আমার জন্যই!
অথচ সে মায়া হায় অধরাই থেকে গেলো সারাটা জীবন…

রাত এলো, আকাশ থালায় নিয়ে তারকার ভাত;
তবু আমি ক্ষুধার্ত কাঙাল এক কবি।
চাঁদ পোঁড়া জোছনায় দু’চোখ ডুবিয়ে
দেখলাম শুধু;
সে আঁধার রাখবো সে আধার কোথায়!

এরপর সকালের পথে; আঁতিপাঁতি খুঁজে ফিরি মেলে না কিছুই
এ আলোর চাষ হবে কোথায় সে ভুঁই!

দুপুর মাথায় করে ভাবি-
ও দুপুর তুইও বুঝি এভাবে পালাবি!

সবই আছে শুধু নেই পাত্র আমার;
নয়তো কিছুই লেশমাত্র আমার…

এখানে আপনার মন্তব্য রেখে যান