হয়তো সেদিন শুধু

আমার আলোকিত সন্ধ্যাবেলার এক টুকরো স্মৃতি হয়ে
অনায়াসে কাটিয়ে দিতে পারবে কয়েকটি রাত
কিন্তু মনে রেখো-
আমার এ হাত,
আরেকটি স্পর্শের বেদনায় যতোটুকু নীল
তার চেয়ে নীল হবে তোমার সকাল;
আমার এ চোখ,
স্বচ্ছ কাচের মতো ঘিরে থাকা স্মৃতির আধার
যতটুকু ঘোলা হবে
তার চেয়ে ঘোলা হবে তোমার বিকাল;
আমার এ মন,
যতোবার ফিরে যাবে
ততোবার ফিরে যাবে তোমার সময়।
তুমি যদি ফিরে আসো
কোনোদিন কোনো অযুহাতে,
দেখবে শেষের কথা
এখনো শোনায় গান জোছনাসিক্ত এই রাতে;
হয়তো সেদিন শুধু
আমি আর থাকবো না
ভালোবাসা থেকে যাবে ঘাসের চাদরে…

এখানে আপনার মন্তব্য রেখে যান