অনেক অন্ধকার মিশে থাকে আলোর শরীরে
অনেক গানের সুর হয়ে যায় কান্নার বর;
কবিতা গাছের পাতা, কবি হলো সে গাছের নিচে
কবিতা কুড়োনো সেই কিশোরের মতো
কেউ যার রাখে না খবর;
অভিমানি, মুখচোরা, কখনো যুবক;
কখনো নিজেই বুড়ো বট…
আনমনে শিকড় গেড়েছে যে বা মাটির ভিতর
ইচ্ছের ডালপালা মেলে লেখেছে অন্য এক ছায়ার রচনা;
আহা! তুমি সব বোঝো! তাকে তো বোঝো না?
কখনো কবিতা পাখি, কবি তার নীড়
কবিতা পাখনা মেলে, কবি থাকে চেয়ে
কখনো সে নিজে হয় পাখি;
বুনো কবিতার খোঁজ পেয়ে…
অনেক অন্ধকার মিশে থাকে কবির শরীরে;
কবি করে আলোতে গোসল!
তুমি সে আলোই খোঁজো; আঁধার খোঁজো না;
আহা! তুমি সব বোঝো! কবিকে বোঝো না?
এখানে আপনার মন্তব্য রেখে যান