বিবেক বিক্রি হতে দেখে / সাইফ আলি

তুমি যা বিক্রি করে দিলে
তা আমার কবিতার খাতা
তুমি যাকে বোমা-বাজি ভাবো
সে আমার সখের কবিতা।